সুন্দরবনকে রক্ষা করতে বাউল গানে সচেতন করছেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত

14th February 2020 অনান‍্য
সুন্দরবনকে রক্ষা করতে বাউল গানে সচেতন করছেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত


সেই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয় এবং গাছ কে যাতে রক্ষা করে সকলে সেই সচেতনতার বার্তা দিতে বাউল গানে সচেতনতা প্রচার করছেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত । জঙ্গলে মধু সংগ্ৰহ করতে গিয়ে বাঘের মুখে প্রাণ হারিয়েছেন কেউ কেউ । বনবিবি র পুজো করে ওই এলাকার মানুষজনের সাথে মিশে আরো নানা বিষয়ে সচেতন করছেন তিনি । জলপথে যারা যাতায়াত করছেন তাদের কে গানের মধ‍্য দিয়ে তামাক ও পলিথিন মুক্ত পরিবেশ বজায় রাখা , বিলুপ্তপ্রায় গাছকে রক্ষা করা , চোরা শিকার বন্ধ করা , বনের ভারসাম্য রক্ষার বার্তা তুলে ধরছেন বাউল গানে । ঝড়খালি , গোসাবা , সুন্দরবন টাইগার রিজার্ভ ক‍্যাম্প , পাখিরালয় চত্ত্বরে গান গেয়ে সচেতন করছেন স্বপন দত্ত । শীতের মরশুমে প্রচুর বহিরাগত মানুষের ভীড় সুন্দরবনে । প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বাউলের সুর বেশ কিছুটা বাড়তি পাওনা সকলের কাছে । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।